• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

৪দশক পর ভারতের কাছে ১২ গোলে হারল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৬:৩৫ পিএম
৪দশক পর ভারতের কাছে ১২ গোলে হারল বাংলাদেশ
বাংলাদেশ হকি দল। ছবি: সংগৃহীত

এশিয়াডে হকিতে বাংলাদেশকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ৪১ বছর পর ভারতের কাছে এমন লজ্জার হারের স্বাদ পেতে হলো বাংলাদেশকে। হারমানপ্রীত সিং ও মানদীপ সিংয়ের হ্যাটট্রিকে বাংলাদেশেরে জালে ওরা গুনে গুনে দিয়েছে ১২ গোল।

সবশেষ বাংলাদেশকে ১২-০ গোলে ভারত হারিয়েছিল ১৯৮২ সালের দিল্লি এশিয়াডে। ৪১ বছর পর ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে আবার লাল সবুজের প্রতিনিধিদের জালে ১২ গোল দিল ভারত। ২০১০ গুয়াংজু এশিয়াডে বাংলাদেশকে ৯-০ গোলে হারায় ভারত। তবে এশিয়াড হকিতে বাংলাদেশের হকিতে বড় দুটি পরাজয়ের দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ ১৯৭৮ সালে নিজেদের প্রথম এশিয়াডে হকিতে খেলত গিয়ে ১৭-০ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে। এরপর ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ১৪-০ গোলে হারে বাংলাদেশ। এই দুইটিই এশিয়াডে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।

সোমবার (২ অক্টোবর) প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে ভারতের বিপক্ষে। তবে ম্যাচের বয়স যত বাড়তে থাকে ম্যাচ ততো পরিণত হয় একতরফায়। প্রথম কোয়ার্টার শেষে স্কোরলাইন ২-০। দ্বিতীয় কোয়ার্টারে ৬-০। তৃতীয় কোয়ার্টারে ৮-০। শেষ কোয়ার্টারে ১২-০। এবারের এশিয়াডে এটিই সবচেয়ে বড় পরাজয় রোমান সরকারের দলের।

 এই ম্যাচ দিয়েই এশিয়াড হকিতে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। গ্রুপে দুটি জয় এসেছে সিঙ্গাপুর ও উজবেকিস্তানের বিপক্ষে। আর জাপানের কাছে ৭-২ আর পাকিস্তানের কাছে ৫-২ গোলে হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তাই ৫ ম্যাচে ৩ হার আর ২ জয় নিয়ে বাংলাদেশের চতুর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। চতুর্থ হলে গতবারের ষষ্ঠ স্থান হারিয়ে এবার লড়তে হবে সপ্তম স্থানের জন্য।

Link copied!