সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্বল্প রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারহায় চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‘বি’ গ্রুপের এক খেলায় ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ ইংল্যান্ডের হয়ে ড্যানি ওয়েট ৪১ ও মাইয়া বুচার ২৩ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা, ফাহিমা ও রিতু মনি ২টি করে এবং রাবেয়া ১টি উইকেট লাভ করেন।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জয়লাভ করে। ইংল্যান্ডকে হারাতে বাংলাদেশের দরকার ১১৯ রান।