• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
ওয়ানডে সিরিজ

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:১৩ পিএম
উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস করছেন দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত

টস জিতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। গেল দুই ম্যাচের মতো এটাও হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে হলে এই ম্যাচে জিততেই হবে মিরাজের দলকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে হারতে প্রায় ভুলেই গিয়েছিল বাংলাদেশ। চলতি সফরের আগে এই ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ম্যাচে জেতে টাইগাররা। সর্বশেষ সিরিজ হেরেছিল ১০ বছর আগে। অথচ এবার সফরে গিয়ে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় রয়েছে তারা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। দ্বিতীয় ওয়ানডে ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, লড়াইটাও করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। হেরেছে ৭ উইকেটে।

বাংলাদেশের খেলায় অভিজ্ঞতার কিছু্টা অভাব লক্ষ্য করা গেছে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর অভাব ভালোভাবে কাটিয়ে তুলতে পারেনি মিরাজের নেতৃত্বাধীন দল।

 

 

 

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!