• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

সাকিবকে ছাড়াই দল ঘোষণা বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১২:১৫ এএম
সাকিবকে ছাড়াই দল ঘোষণা বাংলাদেশের
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে ছাড়াই ১৫ সদস্যের  বাংলাদেশ জাতীয় ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অবশ্য এমনটা হতো না। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব চেয়েছিলেন দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু তার সে আশা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিসিবি। হয়তোবা সে কারণেই কিছুটা অভিমান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার ব্যাপারে তেমন আগ্রহী ছিলেন না সাকিব। 

অথচ এই সাকিব ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে যে অলরাউন্ডিং নৈপুণ্য প্রদর্শন করেন, তা এই বহুজাতিক আসরের ৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয়টি নেই। আর আগামী ২০ বছরের ইতিহাসে বিশ্বকাপে তার এই রেকর্ড কোনো খেলোয়াড় ভাঙতে পারবে কি না, সন্দেহ আছে। 

যাক, আরব আমিরাতের মাটিতেও অনুষ্ঠিতব্য এই সিরিজের দলের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ তিনটি হবে আরব আমিরাতে ৬, ৯ ও ১১ নভেম্বর।  আরব আমিরাত আফগান দলের হোম ভেন্যু। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, জাকের আলি অনিক, সৌম্য সরকার, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও নাহিদ রানা।

Link copied!