২০২৪ সালে বেশ ভালোই সাফল্য ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। বছরজুড়ে সাফল্য চোখে পড়েছে ক্রিকেট, ফুটবল ও হকিতে। এরমধ্যে নারী ক্রিকেট দলের সাফল্য ছিল অনেক বেশি। সিনিয়রদের দেখাদেখি জুনিয়ররাও চেষ্টা করেছেন ভালো করার। নতুন বছরে তাদের জন্য সবচেয়ে ইভেন্ট অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর।
এই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সুমাইয়া আক্তারের কাঁধে। তার নেতৃত্বেই সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রানার্সআপ হয় বাংলাদেশ।
বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে এশিয়া কাপে খেলা দল থেকে বাদ পড়েছেন ২ জন। তারা হলেন মাহারুন নেসা ও আরভিন তানি। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।
২০২৫ সালের এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। ১৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৮ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের বিপক্ষে। দু’দিন পর ২০ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। যেটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।
আসরের সবগুলো সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাঙ্গির ইউকেএম–ওয়াইএসডি ক্রিকেট ওভালে। আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে উত্তীর্ণ হবে। সুপার সিক্সে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই দুটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।