টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ

রাতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১১:৩৬ এএম
রাতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত
অনুশীলন চলাকালে কোচ ও অধিনায়কের শলা পরামর্শ। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ দল। এখন দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি আজ রোববার গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাত সাড়ে সাতটায় মাঠে গড়াবে বাংলাদেশ ও স্বাগতিক দলের ম্যাচটি। 

বাংলাদেশ এর আগে পাকিস্তান সফর করে। সেখানে বাংলাদেশ ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দেয়। পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেভাবে খেলতে পারেনি ভারতের সঙ্গে। ফলে হোয়াইট ওয়াশ হতে হয়েছে টাইগারদের। 

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে আশাবাদী। তিনি বলেছেন, ‍‍‘টি-টোয়েন্টি সিরিজে আমরা আক্রমণাত্মক খেলবো। আর আমাদের লক্ষ্য সিরিজ জেতা। আমাদের দলে নতুন খেলোয়াড় বেশ কয়েকজন রয়েছে। সবাই ভালো করতে বদ্ধপরিকর।‍‍’

বাংলাদেশ ও ভারতের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।  

বাংলাদেশ অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের তুলনায় অনেক পিছিয়ে। দুই দলের আগের ১৪টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। 

ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা লাভ করেছে, যা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্বকাপে সুপার এইটে উঠতে সক্ষম হয়। 

ভারতের বর্তমান দলটিও অনেকটাই নতুন। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ গত বিশ্বকাপে খেলা অনেকেই নেই দলটিতে। ফলে তারকা খেলোয়াড়দের চাপ থেকে মুক্ত হয়ে খেলতে পারবে বাংলাদেশ। এটা কিছুটা হলেও বাংলাদেশের জন্য ইতিবাচক। এখন প্রশ্ন হলো, সেই সুযোগটা বাংলাদেশ গ্রহণ করতে পারবে কিনা।

Link copied!