• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ মাত্র ১৪৪ রানে অলআউট, জিততে কিউইদের দরকার ১৩৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ১২:০৭ পিএম
বাংলাদেশ মাত্র ১৪৪ রানে অলআউট, জিততে কিউইদের দরকার ১৩৩
বাংলাদেশের উইকেট পতনে নিউজিল্যান্ড ফিল্ডারদের উল্লাস। ছবি: সংগৃহীত

শেষ টেস্টে নিউজিল্যান্ডকে মাত্র ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে খেলতে নেমে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। 

শনিবার লাঞ্চের বিরতির আগে কিউইরা বিনা উইকেটে ৪ রান করেন। ফলে তাদের জিততে আর দরকার মাত্র ১৩৩ রান। 

চতুর্থ দিনে অ্যাজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু অপরপ্রান্ত ধরে রেখেছেন ওপেনিংয়ে নামা জাকির হাসান। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্ত, মুুুুুমিনুল হক, মুশফিকুর রহিম ও নাঈম হাসান, তাইজুলের সঙ্গে ছোট ছোট জুটি করে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির।

এই টেস্ট জিতলে কিংবা কমপক্ষে ড্র করলেও কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়তো বাংলাদেশ। এখন বোলারদের পারফরমেন্সের ওপর বাকিটা নির্ভর করছে।  

দিনের শুরুটা ভালো করলেও অল্প কিছুক্ষণের মধ্যেই হোঁচট খায় বাংলাদেশ। অ্যাজাজ প্যাটেলের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে মুমিনুল (১৯ বলে ১০) ফেরার পর একে একে উইকেট বিলিয়ে দেন মুশফিক, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শরিফুল ইসলাম।
দলের পক্ষে অন্যান্যদের মধ্যে অধিনায়ক শান্ত ১৫, মুশফিক ৯, শাহাদাত ৪, মিরাজ ৩, সোহান শুন্য, মাহমুুদুল হাসান জয় ২ রান করেন। 

নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট শিকার করেন অ্যাজাজ প্যাটেল। ৩টি উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। ১টি উইকেট তুলে নেন টিম সাউদি।

এরআগে, সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ ১৫০ রানে জিতে সিরিজে এগিয়ে যায়। 
 

 

Link copied!