• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৪:০২ পিএম
চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল
শনিবার দুপুরে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা দল। ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হার দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ দল। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিনেই প্রথম টেস্ট শেষ হয়। নাজমুল হোসেন শান্তদের দেওয়া ১০৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই তুলে নেয় সফরকারী এইডেন মার্করামের দল। ফলে দ্বিতীয় টেস্ট হবে টাইগারদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।

সেলক্ষ্যে শনিবার দুপুরে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ দল। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা দলও দীর্ঘ সময় পর এশিয়ায় সিরিজ জয়ের লক্ষ্যে সেখানে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবারই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকমন্ডলী। প্রথম টেস্টের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, ফিরেছেন খালেদ আহমেদ।

প্রথম টেস্টে বাংলাদেশ কেবল একজন পেসার নিয়ে খেলেছিল, অলরাউন্ডার মেহেদী মিরাজসহ স্পিনার ছিলেন তিনজন। বল হাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। যদিও বোলার কমিয়ে সেই ম্যাচে ব্যাটারের সংখ্যা বাড়িয়েছিল স্বাগতিকরা।

এদিকে, মিরপুরে দক্ষিণ আফ্রিকার জয় ১০ বছর পর কোনো এশিয়ান ভূমিতে প্রথম। এর আগে সর্বশেষ ২০১৪ সালে তারা শ্রীলঙ্কার গলে টেস্ট জিতেছিল। এরপর এশিয়ায় আরও ১৪টি টেস্ট খেললেও জয়বঞ্চিত ছিল প্রোটিয়ারা। এর মাঝে ৯টিতেই তারা হেরেছিল। এবার তাদের সামনে সিরিজ জয়ের সুযোগও হাতছানি দিচ্ছে।

২৯ অক্টোবর শুরু হবে চট্টগ্রাম টেস্ট। তার আগে দুই-তিন দিন অনুশীলন করবে দুই দলই।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

Link copied!