একজন খেলোয়াড়ের জন্য বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অর। আজ সোমবার রাতে ৬৮তম বারের মতো এই পুরস্কার তুলে দেওয়া হবে সময়ের সেরা ফুটবলারের হাতে। ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতলেতে রাত ১টায় শুরু হওয়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের পুরস্কার জয়ীর নাম।
২০০৩ সালের পর এই প্রথম ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ ৩০ ফুটবলার।
পুরস্কারটি পেতে সবচেয়ে এগিয়ে থাকা নাম ব্রাজিলের সেনসেইশন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।
ভিনির ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন পেপ গার্দিওয়ালা। গত বছর ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রদ্রির নৈপুণ্যে ইউরো কাপেও সেরা তারকা হন তিনি।
পিছিয়ে নেই জুড বেলিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন ভেল্যুয়েবল ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম।