• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০, ২৫ শা'বান ১৪৪৬

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:১৪ পিএম
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত
খেলার শুরুর আগে। ছবি : সংগৃহীত

চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে বাজল ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন...’। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে! যেখানে খেলতেই যাবে না ভারতীয় দল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গ্রুপ ‍‍`বি‍‍`-তে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগের অদ্ভুত ঘটেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্লকবাস্টার ম্যাচটি শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়ান জাতীয় সংগীত গাওয়ার জন্য। ইংল্যান্ডের জাতীয় সংগীত শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজার কথা। কিন্তু হঠাৎ করে বেজে ওঠে ‘ভারত ভাগ্য বিধাতা’।  

আয়োজকদের পক্ষ থেকে ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপকভাবে ট্রলের শিকার হয়।  

এর আগে করাচির জাতীয় স্টেডিয়ামের ছাদে ভারতের পতাকা না থাকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। তবে পরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার আসরের উদ্বোধনী ম্যাচের সময় ভারতের পতাকা উড়তে দেখা গেছে।  

Link copied!