মাদ্রিদ ডার্বির আগে দুঃসংবাদ হাজির হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ শিবিরে। দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পেশিতে চোট পেয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
অ্যাথলেটিকো মাদ্রিদ বুধবার নিশ্চিত করেছে যে, মিডফিল্ডার রদ্রিগো পল পেশিতে চোটের কারণে পরের ম্যাচ খেলবেন না। `মাদ্রিদ ডার্বিতে` রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবার মাঠে নামবে দলটি।
এদিকে, স্ট্রাইকার মেমফিস দীর্ঘস্থায়ী ব্যথার সঙ্গে লড়াই করছেন। শনিবারের ম্যাচে তাকে পাওয়া যাবে কী না- এখনো নিশ্চিত না। ইয়ানিক ক্যারাস্কো গলার সমস্যার কারণে মাজাদাহোন্ডায় জিমে প্রশিক্ষণ নিচ্ছেন। দিয়েগো সিমিওনে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ সাজাতে দলের মধ্যে খেলোয়াড় পরীক্ষা করছেন।
কাতারে ফিফা বিশ্বকাপ থেকে মাদ্রিদে ফেরার পর থেকে ডি পল মোটামুটি ধারাবাহিক। ওসাসুনা এবং সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। তবে বাম ঊরুতে ব্যথা অনুভব করার কারণে শেষ ম্যাচে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ম্যাচটিতে যদিও ডি পলের দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
আপাতত, পাবলো ব্যারিওসকে ডি পলের জায়গায় সেরা যোগ্য মনে করা হচ্ছে। সিমিওনের শুরুর একাদশে থাকতে পারেন তিনি। ব্যারিওস যদি শুরু না করেন, সিমিওন তবে থমাস লেমারকে বেছে নিতে পারেন। তিনি হাঁটুর আঘাত থেকে সেরে উঠেছেন।