• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০ রান ও আফ্রিদি না থাকার আক্ষেপ বাবরের কণ্ঠে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ১১:৪৭ পিএম
২০ রান ও আফ্রিদি না থাকার আক্ষেপ বাবরের কণ্ঠে

ইংল্যান্ডের ইনিংসের ১৩তম ওভারে হ্যারি ব্রুকসের ক্যাচ নিতে হাঁটুর চোটে পড়েন শাহিন শাহ আফ্রিদি। ওই ইনজুরি নিয়ে মাঠে ফিরেছিলেন। অবশ্য এক বল করেই আবার ফেরত যেতে হয়েছে। তার ওই অসমাপ্ত ওভার শেষ করে ইফতিখার আহমেদ। তাতেই ম্যাচ অনেকটা নিজেদের হাতে নেয় ইংল্যান্ড।

এর আগে রোববার (১৩ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ব্যাট হাতে সাবলীল ছিলেন না পাকিস্তানের ব্যাটাররা। উইকেট বিবেচনায় ২০ রান কম হয়েছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চ আর প্রেস কনফারেন্স, দুই জায়গাতেই পাকিস্তান অধিনায়কের কন্ঠে ২০ রান কম আর শাহিন শাহ আফ্রিদি না থাকার আক্ষেপ ঝড়েছে।

বিশ্বকাপের আগে হাঁটুর চোট কাটিয়ে ফেরা একই ইনজুরিতে পড়েছেন ফাইনালের দিন। প্রথম স্পেলে দারুণ বোলিং করা শাহিন দ্বিতীয় স্পেলে করেছেন মাত্র এক বল। তার ওভারে বাকি অংশ করে দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি ইফতিখার আহমেদ। ওই ওভারে ম্যাচ একরকম নিজেদের করে নেয় ইংল্যান্ড।

ম্যাচ শেষে তাই ফাইনাল হারের কষ্ট নিয়ে বাবর বলেন, “আমাদের বোলিং বিশ্বের সেরা আক্রমণগুলোর একটি। আমরা যেভাবে প্রথম ৬ ওভার শুরু করেছিলাম...কিন্তু দূর্ভাগ্যবশত শাহিন ইনজুরিতে পড়ে গেল। নইলে ভিন্ন ফল হতেও পারত। তবে এটি খেলারই অংশ।”

সংবাদ সম্মেলনেও বাবরের কণ্ঠে উঠে এসেছে একই কথা। সাথে আক্ষেপ করেন ২০ রান কম হওয়ার। কম রানের আক্ষেপের সাথে আফ্রিদির ইনজুরি থাকলেও দলের পারফর্মেন্সে খুশি বাবর।

তিনি বলেন, “আমার মনে হয়, আমরা ২০ রান কম করেছি। তবে প্রথম ৬ ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা সম্ভবত মাঝের সময়টায় ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু শাহিনের চোটের পর ইংল্যান্ডের দিকে ম্যাচ ঘুরে যায়। আমাদের দল যেভাবে পারফরম্যান্স করেছে, তাতে আমি খুশি।”

Link copied!