• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪৩ চার ২৪ ছক্কায় অপরাজিত ৪১৯ রানে রেকর্ডবুকে আয়ুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:০৫ এএম
৪৩ চার ২৪ ছক্কায় অপরাজিত ৪১৯ রানে রেকর্ডবুকে আয়ুষ
আয়ুষ শিন্ডে। ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য ইনিংস, দুর্দান্ত ব্যাটিং। ৪৩টি চার, ২৪টি ছক্কা। মাত্র ১৫২ বলে অপরাজিত ৪১৯ রান। ভারতের আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট হ্যারিস শিল্ডে এমনই অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন আয়ুষ শিন্ডে।

আয়ুষ এমন দারুণ ব্যাটিং করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন। আয়ুষের স্মরণীয় ইনিংসে ভর করে তার দল ৬৪৮ রান করে এবং শেষ পর্যন্ত পায় ৪৬৮ রানের বিশাল জয়।

এই একই আসরে ১৬ বছর বয়সে শচীন ও বিনোদ কাম্বলি ৬৬৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। শচীন ৩২৬ রানের ইনিংস খেলেছিলেন। আর কাম্বলি ৩৪৯ রান করেছিলেন। দুজনকেই পেছনে ফেলে দিয়েছেন আয়ুষ।

২০০৯ সালে ১২ বছর বয়সে সরফরাজ খান ৪৩৯ রানের ইনিংস খেলেছিলেন। এর পরে জায়গা করে নিয়েছে আয়ুসের ইনিংসটি। এর আগে ২০১৩ সালে, ১৪ বছর বয়সী পৃথ্বী শ হ্যারিস শিল্ডের এক ইনিংসে সর্বোচ্চ ৫৪৬ রান করার কীর্তি অর্জন করেছিলেন।

Link copied!