সিডনিতে শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেইসঙ্গে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অজি বাহিনী। ওয়ানডে সিরিজ হারের (১-২) বদলা অস্ট্রেলিয়া নিয়েছে টি-টোয়েন্টিতে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে ম্যাচ হয়েছিল ৭ ওভারের। তাতে ২৯ রানে ব্যবধানে হারে পাকিস্তান। হোবার্টে ১৬ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের সময় প্রথম উইকেট হারায় পাকিস্তান। সাবেক অধিনায়ক বাবর আজম মাত্র ৩ রান করে ফিরে যান। দলীয় ১৭ রানে সাহেবজাদা ফারহান (৫), দলীয় ৪৪ রানে অধিনায়ক মোহাম্মাদ রিজওয়ান (১৬) এবং সালমান আগা (০) আউট হন। তবে পঞ্চম জুটিতে উসমান খান ও ইরফান খান ৫৮ রান যোগ করেন। দলীয় ১০২ রানে আউট হন উসমান খান ৩৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৫২ রান করে আউট হন। দলীয় ১০৬ রানে আব্বাস আফ্রিদি (৪) এবং দলীয় ১০৭ রানের সময় শাহিন শাহ আফ্রিদি (০) আউট হলে ম্যাচ ঘুরে যায় অস্ট্রেলিয়ার দিকে। এরপর নাসিম শাহ কোনো রান না করেই ফিরে যান দলীয় ১০৭ রানের সময়। দলীয় ১২৭ রানে মুকিম (০) আউট হন। ইরফান ২৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার জনসন ৫টি এবং জাম্পা ২টি উইকেট লাভ করেন। জনসন ম্যাচসেরা হন।
এর আগে, টস জিতে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইঙলিশকে (০)।
১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এরপরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার।
পাকিস্তানি বোলারদের তোপে পরের ব্যাটাররা কেউ মারকুটে ইনিংস খেলতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২১, মার্কাস স্টয়নিস ১৫ বলে ১৪, টিম ডেভিড ১৯ বলে ১৮ আর অ্যারন হার্ডি করেন ২৩ বলে ২৮।
পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট।