পরবর্তী বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্সের সঙ্গে ছয়বার বিশ্বকাপ খেলা অভিজ্ঞ এই দলটি। দল আসলেও তিন জন কর্মকর্তা গত রোববার এসেছেন অনুশীলন ভেন্যু ও আনুষাঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করতে।
অস্ট্রেলিয়ার দলটি থাইল্যান্ড হয়ে ঢাকায় এসেছে। মঙ্গলবারা কোনো অনুশীলন নেই তাদের। বুধবার ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় এক সেশন অনুশীলন করে পরের দিন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে। কিংস অ্যারেনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচ খেলে রাতেই দেশের উদ্দেশে রওনা হবে অস্ট্রেলিয়া দল।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরুই হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। মেলবোর্নে বাংলাদেশ ৭ গোল হজম করেছিল। ফিরতি লেগে বাংলাদেশের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামুলক ফুটবল খেলে স্কোরলাইন যথাসম্ভব ভদ্রস্থ রাখা। অস্ট্রেলিয়া ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বাদ পড়ে।
অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশ হলেও ফুটবলে তারা এশিয়া মহাদেশের হয়েই খেলে।