চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এক অদ্ভুত সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। তাদের দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পরও শ্রীলঙ্কার মাটিতে জোড়া টেস্টের সিরিজ খেলতে হবে অজিদের। কিন্তু সেখানে ক্রিকেটাররা আটকে থাকলে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি কীভাবে সাড়বে দল, এই নিয়েই চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশি করে ওয়ানডে ম্যাচ খেলা দরকার ছিল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার। সেখানে তারা প্রতিযোগিতা শুরুর তিন সপ্তাহ আগে দুই টেস্টে সিরিজ খেলা শুরু করবেন। ২২ ফেব্রুয়ারি শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে প্যাট কামিন্সের দল, তার আগে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি তাই জানিয়ে দিলেন ১৩ তারিখের পরেও তারা একটা-দুটো ম্যাচ খেলতে চাইছে শ্রীলঙ্কায় বা পাকিস্তানে। তার কথায়, ‘সাদা বলের প্রতিযোগিতায় ছন্দে থাকার জন্য আগে থেকে প্রস্তুতি দরকার। এমনিতেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলছে দল। যে সব ক্রিকেটাররা তিন ফরম্যাটেই খেলে, তাদের কাছে তাই প্রস্তুতির সময় কমে যাবে।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিলেও এখনও শ্রীলঙ্কার বিরদ্ধে একমাত্র ওয়ানডের দল ঘোষণা করেনি জর্জ বেলির কমিটি। সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে, স্টেজ রিহারশালের আর তেমন সুযোগ না থাকায় সেরা দলই অর্থাৎ প্রথম একাদশের ক্রিকেটারদেরই এই ম্যাচে সুযোগ দিতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ওয়ানডে দলে থাকা অধিকাংশ ক্রিকেটারই প্রথম টেস্টের পর দলের সঙ্গে যোগ দিতে পারে।
বেইলি বলছেন, ‘টেস্ট সিরিজের পর আমাদের হাতে একটি ওয়ানডে ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওয়ার্কলোডের ওপর নির্ভর করে কয়েকজন টেস্টের দল থেকে সাদা বলের ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যোগ দিচ্ছে। আর কয়েকজন প্রথম টেস্টে না খেলে দ্বিতীয় টেস্টের সময় যোগ দেবে। আমরা দু-একটা ম্যাচ খেলার কথাও ভাবছি। সেই মতো কথা চালাচ্ছি, যদি শ্রীলঙ্কা বা পাকিস্তানে ম্যাচ খেলা যায় প্রতিযোগিতা শুরুর আগে।’