• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারাল অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৪:৪০ পিএম
রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারাল অস্ট্রেলিয়া
রিজওয়ানকে আউট করে অস্ট্রেলিয়ার লাবুশেনের উল্লাস। ছবি: সংগৃহীত

একেই বলে রুদ্ধশ্বাস ও হাড্ডাহাড্ডি লড়াই। মাত্র ২০৪ রানের টার্গেট নিয়েও পাকিস্তানের বিপক্ষে জয় পেতে অস্ট্রেলিয়ার দম বন্ধ হওয়ার উপক্রম। অবশ্য শেষ পর্যন্ত প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়লাভ করে। 

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। পাকিস্তানের ২০৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান করে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল। 

মেলবোর্নে প্রথম ম্যাচে ২০৪ রানের ছোট্ট টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে স্বাগতিকরা। দলীয় ১৯ রানেই প্রথম উইকেট পড়ে তাদের। ম্যাথিউ শর্ট ১ রান করে শাহিন আফ্রিদির বলে সাইমের হাতে ধরা পড়েন। দলীয় ২৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ম্যাকগুর্ক ১৬ রান করে নাসিম শাহের বলে আউট হন। তবে তৃতীয় জুটিতে স্টিভেন স্মিথ ও জশ ইংগলিশ ৮৫ রান যোগ করেন। দলীয় ১১৩ রানের সময় ৪৪ রান করে স্মিথ আউট হন। দলীয় ১৩৯ রানে ইংগলিশ আউট হলে ফের নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ম্যাচ জমে উঠে। ইংগলিশ মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। এরপর লাবুশেন ১৬ অ্যারন হার্ডি ১০, ম্যাক্সওয়েল ০, এবোট ১৩ রান করে ফিরে যান।  অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত ৩২ রান করে দলের বিজয় নিশ্চিত করেন। 

পাকিস্তানের হারিস রউফ ৩টি, শাহিন আফ্রিদি ২টি এবং নাসিম শাহ ও মোহাম্মাদ হাসনাইন ১টি করে উইকেট পান।  

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী দল ৪৬.৪  ওভারে সব উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের হয়ে মোহাম্মদ রিজওয়ান ৪৪, নাসিম শাহ ৪০, সাবেক অধিনায়ক বাবর আজম ৩৭, শাহিন শাহ আফ্রিদি ২৪, ইরফান খান ২২ রান করেন। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ৩টি, প্যাট কামিন্স ২টি, এডাম জামপা ২টি উইকেট লাভ করেন।

এ ছাড়া, এবেট ও লাবুশেন ১টি করে উইকেট পান।

৮ নভেম্বর অ্যাডেলিডে দ্বিতীয় এবং ১০ নভেম্বর পার্থে তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এরপর পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে।

Link copied!