নর্থ সিডনি ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে দুরন্ত জয় পেল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে অজিরা এগিয়ে গেল। ৬৭ বল বাকি থাকতেই ম্যাচ ৪ উইকেটে জিতে নেয় ব্যাগি গ্রিনসদের নারী দলটি।
অস্ট্রেলিয়ার দলের অধিনায়ক অ্যালিসা হেলি টস জিতে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ডকে।
প্রথম ম্যাচে প্রতিপক্ষের ডেরায় এসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। তাদের জোড়া ওপেনারই কম রানের মধ্যে সাজঘরে ফিরে যান। মাইয়া বাউচার করেন ৯ রান। এরপর ফার্স্ট ডাউনে নেমে ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট কিছুটা লড়াই দেন, সেই সুবাদেই ইংরেজদের স্কোর পৌঁছায় লড়াইয়ের জায়গায়।
৪৮ বলে ৩৯ রান করেন হেদার নাইট। নাট স্কিভার ব্রান্ট করেন ২৮ বলে ১৯ রান। এরপর খেলা ধরেন অ্যামি জোনস এবং ডানি ওয়াট হজ। ৫২ বলে ৩৮ রান করেন ডানি ওয়াট। ৩০ বলে ৩১ রান করেন জোনস। যদিও অজিদের বোলিং অ্যাটাকের সামনে পুরো ওভার খেলতে পারেনি ইংল্যান্ড দল। ৪৩.১ ওভারেই ২০৪ রানে অলআউট হয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন কিম গার্থ, অ্যানাবেল সাদার্ল্যান্ড এবং অ্যালানা কিং। ডার্সি ব্রাউন পান ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অজি অধিনায়ক হেলির দুরন্ত অর্ধশতরানে ভর করে ভালোই শুরু করে অস্ট্রেলিয়া। ৭৮ বলে ৭০ রান করেন হেলি। এলিসা পেরি ১৪ রানে আউট হওয়ার পর বেথ মুনি করেন ২৮ রান। অ্যানাবেল সাদার্ল্যান্ড করেন ১০ রান। উইকেট হারিয়ে একটু যখন চাপে পড়ছিল অস্ট্রেলিয়া, তখনই জ্বলে ওঠেন অ্যাশ গার্ডেনার।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশ গার্ডেনার বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ব্যাট হাতে করেন ৪৪ বলে অপরাজিত ৪২ রান। অ্যালানা কিং করেন ১১ রান। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন লরেন ফাইলার এবং সোফি একলেসটোন।
সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পরের ম্যাচ মঙ্গলবার, সিরিজের শেষ ওয়ানডে শুক্রবার।