• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪২ বছরের প্রথা ভেঙে অ্যাশেজের সূচি ঘোষণা অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৪:৫৫ পিএম
৪২ বছরের প্রথা ভেঙে অ্যাশেজের সূচি ঘোষণা  অস্ট্রেলিয়ার
পার্থ অপ্টাস স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

এক বছর আগেই অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। পরের বছর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পরবর্তী অ্যাশেজ। পাঁচটি টেস্টের কোনটি কোথায় এবং কবে হবে, সবই জানিয়ে দেওয়া হয়েছে। তবে সূচি ঘোষণা করতে গিয়ে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঘোষিত সূচি অনুযায়ী প্রথম টেস্ট হবে পার্‌থের অপ্টাস স্টেডিয়ামে, ২১-২৫ নভেম্বর। এর পর দিন-রাতের টেস্ট হবে ব্রিসবেনের গাব্বায়, ৪-৮ ডিসেম্বর। অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট, ১৭-২১ ডিসেম্বর। বক্সিং ডে টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই, ২৬-৩০ ডিসেম্বর। পঞ্চম তথা শেষ টেস্ট আয়োজন করবে সিডনি। হবে ৪-৮ জানুয়ারি।

গত ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হত ব্রিসবেনে। এ বারই তা পার্‌থে শুরু হচ্ছে। পাশাপাশি দিন-রাতের টেস্ট থাকলে তা আয়োজন করত অ্যাডিলেড। এ বার করছে ব্রিসবেন। বড় দিনের আগেই তা আয়োজন করা হবে।

দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই অনুযায়ী, বড় দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের যাতে টেস্ট দেখতেও আনা যায়, তাই বড় দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে। সে কারণেই তারা এ বার দিন-রাতের টেস্ট আয়োজন করছে না।

২০৩২ অলিম্পিকের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়া কাজ শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে ইংল্যান্ড টেস্টই গাব্বায় শেষ টেস্ট। এর পর স্টেডিয়ামটি ভেঙে ফেলে নতুন করে গড়ে তোলা হবে অলিম্পিকের জন্য।

Link copied!