কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে শিরোনামে উরুগুয়ে দল। ম্যাচ হারের পর কলম্বিয়ার সমর্থকরা তাদের পরিবারকে আক্রমণ করেছিল, এমনই অভিযোগ তুলেছে উরুগুয়ের ফুটবলাররা। গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারি করতেও দেখা যায় উরুগুয়ের স্ট্রাইকার নুনেজসহ আরও কয়েকজনকে।
কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে অঘটন ঘটায় কলম্বিয়া। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় জেমস রদ্রিগেজের দল, ম্যাচের পর কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন উরুগুয়ের ফুটবলাররা, প্রশ্নের মুখে পড়েছে কোপা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা।
এবারের কোপা আসর বেশ কয়েকটি কারণেই বিতর্কিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে ম্যাচে একটি সিদ্ধান্ত মার্কিনদের বিপক্ষে গিয়েছিল, ভার প্রযুক্তিতে সেই ম্যাচে উরুগুয়ের পক্ষে ফল যাওয়ায় মার্কিন ফুটবলাররা ব্যাপক প্রতিবাদ করেছিল। এবার কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও সেই শিরোনামে উরুগুয়ে দল। ম্যাচের পর কলম্বিয়ার সমর্থকরা তাদের পরিবারকে আক্রমণ করেছিল, এমনই অভিযোগ তুলেছে উরুগুয়ের ফুটবলাররা। গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারি করতে দেখা যায় উরুগুয়ের ফুটবলারদের, যা বিরল। বিশেষ করে ভাইরাল হয়ে যায় লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজের মারামারির ভিডিও।
ঘটনা নিয়ে উরুগুয়ের ডিফেন্ডার জিমেনেজ বলেন, ‘আমাদের গ্যালারিতে যেতে হয়েছে আপনজনদের বাঁচানোর জন্য। ওখানে আমাদের সদ্যজাত সন্তানরা ছিল। কোনও পুলিশ অফিসারের দেখা পাইনি গ্যালারিতে, নিজেদের পরিবারকে নিজেরাই রক্ষা করেছি, এটা জঘন্য ঘটনা। আমাদের পরিবার সংকটের মধ্যে ছিল।’
ইতোমধ্যেই মারামারির ঘটনায় তদন্ত শুরু করেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ। কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটল, আদৌ সেই সময় পর্যাপ্ত পুলিশ ছিল কিনা, আয়োজকদের কোনওরকম ত্রুটি ছিল কিনা, সবই খতিয়ে দেখা হচ্ছে।
দক্ষিন আমেরিকার সমর্থকরা এমনিতেই কিছুটা উগ্র, তাদের সামলাতে বেশ কঠোর হতে হয় নিরাপত্তারক্ষীদের। এক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ছিল কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন।