• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৮:৫৯ এএম
সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। মামুন জানিয়েছেন, হামলাকারীদের দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে গণমাধ্যমকে মামুনুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেওয়ার পর শুক্রবার রাতে মামুনুলের বাড়িতে হামলা করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের সদরঘাটে নিজ বাড়িতে অবস্থান করছেন৷ 

সেখান থেকেই ঘটনার বর্ণনা দেন মামুনুল ইসলাম মামুন । তিনি বলেন, “বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়।”

কারা হামলা করেছে চিনতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে মামুনুল বলেন, “কামাল, মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।”

এ বিষয়ে বিস্তারিত জানতে রাতেই চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে ফোন দিয়েও পাওয়া যায়নি।

এর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে হামলার খবর জানান মামুনুলের ঘনিষ্ঠ বন্ধু সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।

Link copied!