চ্যাম্পিয়নস লিগ থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায় নিশ্চিত হয়েছিল বহু আগেই। শেষ ম্যাচে পোর্তোর বিপক্ষে জিততে পারলে নিশ্চিত হবে ইউরোপা লিগ। এমন সমীকরণ নিয়ে পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে মাঠে নেমে ২-১ ব্যবধানে ম্যাচ হেরেছে মাদ্রিদের দলটি।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের আধাঘণ্টার মধ্যে দুই গোল হজম করে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। পরে এক গোল শোধ করলেও অ্যাথলেটিকো মাদ্রিদের হার এড়াতে পারেনি।
যদিও গোলটি মাদ্রিদের কেউ করেনি। গোলটি এসেছিল পোর্তো ডিফেন্ডার মারকানো সিয়েরা নিজেদের জালে বল জড়ানোয়। ম্যাচ হারায় ইউরোপা লিগেও খেলা থেকে বঞ্চিত হলো ক্লাবটি।
অ্যাথলেটিকো মাদ্রিদের কপাল পোড়ার দিনে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। অ্যাথলেটিকোর সাথে তাদের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় ইউরোপা লিগে জায়গা পেয়েছে লেভারকুসেন।
এবারের চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ দলগুলোর ভাগ্য খুব একটা ভালো না। স্পেনের চার ক্লাবের মধ্যে একমাত্র রিয়াল মাদ্রিদই টুর্নামেন্টের নক আউট পর্ব নিশ্চিত করতে পেরেছে।