অ্যাথলেটিকো মাদ্রিদের সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন অভিযোগ করেছেন, রিয়াল মাদ্রিদের "বিশাল প্রভাব" তার দলের কোপা দেল রে হারের কারণ। কারণ মাদ্রিদ স্প্যানিশ রেফারিদের ওপর প্রভাব সৃষ্টি করে।
শুক্রবার গিল মারিন এক বিবৃতিতে বলেছেন, "আমি সব কর্মকর্তাদের প্রতি পূর্ণ সম্মান রাখি এবং আমি নিশ্চিত যে তাদের সর্বদা সর্বোত্তম উদ্দেশ্য থাকে। তবে যে কেউ বাইরে থেকে দেখলে তারা দেখতে পাবে যে, কয়েক দশক ধরে একই জিনিস প্রায় সবসময়ই ঘটে। এটা আর কাউকে অবাক করে না। এটা নতুন খবরও নয়।"
তিনি আরও বলেন, “মাদ্রিদ বিশাল প্রভাব রাখে। তাদের চারপাশে তাদের প্রতি অনেক আগ্রহ। তারা এত বেশি চাপ তৈরি করে যে, এটি স্বাভাবিক যে সেই ব্যক্তিদের (রেফারি) সিদ্ধান্ত নিতে ভাবতে হয়।"
কোপা দেল রে`র ম্যাচে অ্যাথলেটিকো অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হেরে বিদায় হয়েছিল। দ্বিতীয়ার্ধে ৯০ মিনিটে সেবালোসকে সুস্পষ্ট, সন্দেহাতীত দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়নি বলে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তবে শনিবার এক সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেন, "এটি একটি কঠিন লড়াই। আমি মনে করি আমরা যেভাবে খেলেছি তাতে জয় আমাদেরই প্রাপ্য।"
রোববার রাতে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে।