কয়েক দফা স্থগিত ও পেছানোর পর এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস বাতিল করা হয়েছে। শুরু হওয়ার মাত্র তিন মাস আগে বাতিলের এই ঘোষণা আসলো।
সোমবার অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি প্রেরিতে এক চিঠিতে বিষয়টি অবগত হয় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।
কয়েক দফা পেছানোর পর সর্বশেষ চলতি বছরের ২১-৩০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংকক ও চোনবুরিতে এই গেমসের সময় নির্ধারিত ছিল।
বাংলাদেশের দাবা, অ্যাথলেটিক্স, সাঁতারসহ কয়েকটি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল এই গেমসে। গেমস শুরুর মাস তিনেক আগে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এই গেমস বাতিলই করে দিলো। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিওএ এটি নিশ্চিত করেছে।
নভেম্বরের এই গেমস বাতিল হওয়ায় চলতি বছরে আর কোনো গেমস নেই। ২০২৫ সালে ইসলামিক সলিডারিটি ও ২০২৬ সালে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের সূচি রয়েছে। এতে অংশগ্রহণের কথা রয়েছে বাংলাদেশের।