• ঢাকা
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

কানপুর টেস্টে ৬ রেকর্ডের হাতছানি অশ্বিনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৫:৪৩ পিএম
কানপুর টেস্টে ৬ রেকর্ডের হাতছানি অশ্বিনের
রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত

বয়স ৩৮ হলেও অনেকটিই ‘যুবক’ই রয়ে গেছেন দারুণ ফর্মে থাকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে ব্যাট হাতে ১১৩ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন তিনি। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে স্বাগতিক ভারত। সেই টেস্টে ছয়টি রেকর্ড গড়তে পারেন এই ভারতীয় খেলোয়াড়।

এক: ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটে মালিক অশ্বিন। কানপুরে চতুর্থ ইনিংসে একটি উইকেট নিলেই ১০০ উইকেট হবে তার। তবে তার জন্য প্রথমে ব্যাট করতে হবে ভারতকে।

দুই: ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট রয়েছে জহির খানের দখলে। ৩১টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের রয়েছে ২৯টি উইকেট। অর্থাৎ, আর তিনটি উইকেট নিলেই জহিরকে টপকে যাবেন অশ্বিন।

তিন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে (২০২৩-২৫) সবচেয়ে বেশি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার জশ হেজলউডের দখলে। ৫২টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের রয়েছে ৪৯টি উইকেট। আর চারটি উইকেট নিলেই অশ্বিন তাকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন।

চার: টেস্টে এক ইনিংসে ৩৭ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। শেন ওয়ার্নেরও ৩৭ বার এই কীর্তি রয়েছে। কানপুরে এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেই ওয়ার্নকে টপকে যাবেন অশ্বিন। অবশ্য টেস্টে সবচেয়ে বেশি বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মুথাইয়া মুরলিধরণ। ৮০ বার এই কীর্তি করেছেন তিনি।

পাঁচ: বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার নাথান লায়নের দখলে। ১৮৭টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিন নিয়েছেন ১৮০টি উইকেট। কানপুরে আটটি উইকেট নিলেই সর্বাধিক উইকেটের মালিক হবেন তিনি।

ছয়: টেস্টে অশ্বিনের দখলে রয়েছে ৫২২টি উইকেট। লায়ন নিয়েছেন ৫৩০টি উইকেট। কানপুরে নয়টি উইকেট নিতে পারলেই লায়নকে টপকে টেস্টে সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় সাত নম্বরে উঠে যাবেন তিনি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!