টেস্টকে বিদায় বললেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চারে থাকা অশ্বীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:০৮ পিএম
টেস্টকে বিদায় বললেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চারে থাকা অশ্বীন
রবিচন্দ্রন অশ্বীন। ছবি : সংগৃহীত

ঠিক এই মুহুর্তে বিশ্ব সেরা টেস্ট অলরাউন্ডারদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন চার স্থানে। বেশ কয়েকটি টেস্ট ম্যাচ রাজনৈতিক কারণে খেলতে না পারায় পেছনে রয়েছে সাকিব। তবে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তৃতীয় স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বীন। অথচ, সেই অশ্বীনই টেস্ট ক্রিকেটকে আচমকা বিদায় বলে দিলেন। বয়স ৩৮ হলেও এখনো বল ও ব্যাট হাতে বেশ দক্ষ ছিলেন। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়েছেন তিনি। এবা ছাড়লেন টেস্টও।

ব্রিসবান টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলাশেষে অবসর নিয়ে নিলেন অশ্বীন ক্রিকেটের লংগার ভার্সন ফরম্যাট থেকে। ঘোষণা দেওয়ার পর বিরাট কোহলি জড়িয়ে ধরেন অশ্বীনকে। অফস্পিনার অশ্বিনের চোখেমুখে কিছুটা কষ্টের ছাপ। সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দিলেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, ব্রিসবান টেস্টের পর  ভারতের ড্রেসিংরুমে আর দেখা যাবে না এই অফস্পিনিং অলরাউন্ডারকে।

ক্যারিয়ারের শেষে অশ্বীন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বীনের সামনে আছেন কেবল ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া সাবেক স্পিনার অনিল কুম্বলে।

বেশ কিছুদিন ধরেই ভারতের ঘরের বাইরের সূচিতে নিয়মিত মুখ নন অশ্বীন। ভারতের পরের সিরিজ ইংল্যান্ডে। যখন খেলা হবে তখন তার বয়স হবে ৩৯। সবকিছু বিবেচনায় অস্ট্রেলিয়ার মাটিতেই ভারতের হয়ে শেষ দেখে নিয়েছেন অশ্বীন। ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তার নামের পাশে। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ‘ম্যান অব দ্য সিরিজ’ লাভের বিশ্বরেকর্ড।

অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বীন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অনেক আগেই বাদ পড়েছেন অশ্বীন। শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন তিনি ২০২২ সালে আর শেষ ওয়ানডে খেলেন গত বিশ্বকাপের সময়।

টেস্টে অশ্বীন অভিষেক করেন ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বীন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।

Link copied!