প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি আর এক সপ্তাহ। তার আগে ইপিএলের দুই পরাশক্তির দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি নেমেছিল আরেকটি শিরোপা জয়ের লড়াইয়ে। শনিবার (৬ আগস্ট) কমিউনিটি শিল্ডে নাটকীয় এক ম্যাচে সিটিকে হারিয়ে শিরোপা জিতেছে আর্সেনাল। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর, পেনাল্টি শুট আউটে সিটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্তেতার দল।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অপ্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথম হাফে কোন দল গোল করতে পারেনি। তবে আক্রমণে বেশ এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় হাফেও একই অবস্থা।
ম্যাচের ৭৭ মিনিটে সিটির তরুণ ফুটবলার কোল পারমারের গোলে এগিয়ে যায় তারা। তখন কেউ ভাবতেও পারেনি ম্যাচটি সিটি হারবে বা গোল খাবে।
ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছিলো। সেই সময়ে ডি বক্সে ঢোকার মুখে বল পেয়ে জোরালো এক শটে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান লিয়ান্দ্রো তোসার।
কমিউনিটি শিল্ডের ম্যাচ। ৯০ মিনিটে ফলাফল ড্র হলে সরাসরি পেনাল্টি শ্যুটআউটের নিয়ম। যেখানে সফল আর্সেনালই। সিটির দুই অভিজ্ঞ তারকা ডি ব্রুইনা এবং রদ্রি করেছেন মিস। বিপরীতে ৪ শটের প্রতিটিতেই লক্ষ্যভেদ করেছে আর্সেনাল। ফ্যাবিও ভিয়েরার শেষ শট জালে জড়াতেই মৌসুমের প্রথম শিরোপা উল্লাসে ভাসলো লন্ডনের ক্লাবটি।