• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হোম অব ক্রিকেটে সশস্ত্র সেনা মহড়া, মাঠে যুদ্ধের আবহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৩:১০ পিএম
হোম অব ক্রিকেটে সশস্ত্র সেনা মহড়া, মাঠে যুদ্ধের আবহ
মিরপুর স্টেডিয়ামে রোববারের সেনাবাহিনীর সশস্ত্র মহড়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ভারত সফরে রয়েছে। সেখানে প্রথম টেস্টে ২৮০ রানে হেরে যায় সফরকারীরা। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে শান্ত বাহিনী। তারপরই নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট সিরিজ। তার জন্যই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যেন এক যুদ্ধের আবহ। মাঠে সেনাবাহিনীর সশস্ত্র মহড়া, আকাশে উড়ছে হেলিকপ্টার। সফরকারী দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিরাপত্তা দিতেই মূলত এমন আয়োজন।

আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে শুক্রবার দেশটির তিন জন প্রতিনিধি ঢাকা এসেছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে।

রোববার পর্যবেক্ষণ দল ঘুরে দেখেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর আগামীকাল সোমবার তারা পরিদর্শন করবেন মিরপুর স্টেডিয়াম।

দলটির ঢাকা আসার একদিন আগে রোববার মিরপুরে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী। সকাল থেকেই হোম অব ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। এরপর দুপুর ১২টার কিছুক্ষণ পর স্টেডিয়ামের আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই মাঠ ত্যাগ করে হেলিকপ্টার।

এর আগে মিরপুরের মাঠের চারদিক প্রদক্ষিণ করে হেলিকপ্টার। আসন্ন সিরিজের জন্য সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ এটি। এর আগেও বিভিন্ন সময়ের সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।

তবে এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, ২৯ অক্টোবর প্রথম টেস্ট এবং ৩ নভেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে পারে।

Link copied!