বিশ্বকাপ ফাইনাল নতুন করে আয়োজন করতে পিটিশন শুরু করেছিল ফরাসি সমর্থকরা। তারা সংগ্রহ করেছিল প্রায় ২ লাখ স্বাক্ষর। তাদের বিপক্ষে গিয়ে প্রায় ছয় লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে আর্জেন্টাইন সমর্থকরা।
কাতার বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে সমতার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জিতে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপরেই নতুন করে ফাইনাল আয়োজনের জন্য পিটিশন শুরু করে ফ্রান্সের সমর্থকরা।
সেখানে ২ লাখ স্বাক্ষরও সংগ্রহ করে তারা। এই ঘটনার পর ফরাসিদের বিপক্ষে ‘ফ্রান্স স্টপ ক্রায়িং’ নামে একটি পিটিশন শুরু করে আর্জেন্টিনা সমর্থকরা। ইতোমধ্যেই সেখানে প্রায় সাড়ে ছয় লাখ স্বাক্ষর জমা পড়েছে।
পিটিশন স্বাক্ষর করতে গিয়ে সমর্থকরা বিভিন্ন মন্তব্যও করছেন। এরই অংশ হিসেবে এক সমর্থক লেখেন, “আমরা শিরোপা জিতেছি তবুও ফ্রান্সের কান্না থামছে না। তারা অভিযোগ করছে, এমনকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে মানতে পারছে না।”