• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

শিক্ষার্থীদের প্রতি সমর্থন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৬:১৪ পিএম
শিক্ষার্থীদের প্রতি সমর্থন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকার
এনজো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান কোটা আন্দোলন নিয়ে সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এনজো ফার্নান্দেজ।

শনিবার নিজের ফেসবুক পেইজে এনজো একটি ছবি প্রকাশ করেছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশে ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক পালিত হয়। তবে রাষ্ট্রীয় এ শোকের দিন রং কালোর পরিবর্তে প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে একটি ছবি পোস্ট করে এনজো লেখেন, ‘বাংলাদেশের আমার সকল ভক্ত সমর্থকদের বলছি, আমি আপনাদের শুনতে পাচ্ছি এবং আপনাদের জন্য প্রার্থনা করছি।’

মিডফিল্ডার এনজো সঙ্গে জুড়ে দেন আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।

কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভক্তদের ভালোবাসার কথা জানতে পারেন আলবিসেলেস্তেরাও। এরপর থেকেই বাংলাদেশের নানা বিষয়ে আর্জেন্টিনার ফুটবলার বা আর্জেন্টাইন লিগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পোস্ট দিয়ে আসছে।

Link copied!