কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ আচমকা মারাত্মক ইনজুরিতে পড়েছেন। ফলে ইংল্যান্ডের তারকাসমৃদ্ধ দল ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড়তে অন্তত ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
গত রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বড় ধরনের চোট পান মার্টিনেজ। ম্যাচের ৭১ মিনিটে এই আর্জেন্টাইনকে তুলে নিতে বাধ্য হন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। ম্যাচ শেষে ডাক্তারি পরীক্ষায় বোঝা যায় চোট কতটা গুরুতর। হাঁটুর লিগামেন্টের চোটে এখন দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
অস্ত্রোপচার প্রয়োজন হলে বিশ্রামে থাকার সময়টা আরও লম্বা হবে। তবে রেড ডেভিল কর্তৃপক্ষের প্রত্যাশা, অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে উঠবেন লিসান্দ্রো মার্টিনেজ। গত মৌসুমেও ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন কৃতি ডিফেন্ডার।