• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ভবনের নাম মেসির নামে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০২:৩৯ পিএম
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ভবনের নাম মেসির নামে

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। তাই দেশটির এই বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই। মেসিকে কোনো উপহার দিয়েই যে তাদের মনের আশা মিটছে না। এবার এই তারকার নামে নামকরণ করা হলো আর্জেন্টিনা জাতীয় দলের প্রশিক্ষণ কেন্দ্রের নাম।

শনিবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করা হয়েছে অধিনায়ক লিওনেল মেসির নামে। বিশ্বকাপে বীরত্ব এবং দুর্দান্ত ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই উপহার দিয়েছে ফুটবল ফেডারেশন।

বুয়েনস আইরেসের কাসা ডি ইজিজায় জাতীয় দলের সেট আপ রয়েছে। এখন এটি লিওনেল আন্দ্রেস মেসি হিসেবে পরিচিত হবে। বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানাতে এটা করা হয়েছে বলে জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। এক টুইটার পোস্টে তিনি জানিয়েছেন।

বর্তমান ও সাবেক আর্জেন্টিনার খেলোয়াড়দের উপস্থিতিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাপিয়া বলেন, "বিশ্ব চ্যাম্পিয়নের বাড়িতে স্বাগত।"

৩৫ বছর বয়সী মেসি তার নাম সম্বলিত ফলক উন্মোচনের পর বলেন, "আমি খুব আনন্দবোধ করছি। এই শ্রদ্ধা নিবেদন খুবই বিশেষ। লিওনেল আন্দ্রেস মেসি নাম রাখা হবে জেনে খুব খুশি হয়েছি।"

মেসি রেকর্ড সাতবার বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য বড় সম্মানের মধ্যে কোপা আমেরিকা, ১১টি লীগ শিরোপা এবং চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

বৃহস্পতিবার বুয়েনস আইরেসে একটি প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ে মেসি তার ক্যারিয়ারের ৮০০তম গোল করেন । বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা তাদের ঘরের সমর্থকদের সামনে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল। আগামী মঙ্গলবার কুরাকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি।

Link copied!