• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আর্জেন্টিনা জিতলেও ব্রাজিল হেরে গেছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:২০ পিএম
আর্জেন্টিনা জিতলেও ব্রাজিল হেরে গেছে
আর্জেন্টিনা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ফুটবলের সঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের সম্পর্কটা খুবই গভীর। এই দুই দলের নামের সঙ্গে আবার লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলভারেজরা জড়িয়ে। তবে এবার ফুটবলের কথা বলা হচ্ছে না। দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে নেমেছে। ক্রিকেটে খেলতে নেমেছে তারা। 

বিশ্বকাপ ক্রিকেটের আঞ্চলিক বাছাইপর্বের এক ম্যাচে শ্বাসরুদ্ধ ম্যাচে আর্জেন্টিনা জয় তুলে নিলেও হেরে বসেছে ব্রাজিল।

শনিবার আলাদা ম্যাচে মাঠে নামে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করছে। এই বাছাইপর্বে শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে।

আর্জেন্টিনা আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে মাত্র ১০১ রান করতে সক্ষম হয়। জবাবে বেলিজ ৫ বল বাকি থাকতে ৯৬ রানে অলআউট হয়। এর ফলে আর্জেন্টিনা ৫ রানে জয়লাভ করে। বারমুডার সঙ্গে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়েছিল।

অন্যদিকে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকোর। মেক্সিকো আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১০২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ব্রাজিল ৩২ বল বাকি থাকতে মাত্র ৫৫ রানে অলআউট হয়। ফলে তারা ৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। এর ফলে তারা দুটি ম্যাচেই পরাজয়ের মুখ দেখলো। এর আগে তারা প্রথম ম্যাচে বাহামাসের কাছে ২৬ রানে পরাজিত হয়।

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও, এই খেলাটি সেখানে তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়, যার ফলে এই দুই দেশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে নিজেদের জায়গা পায়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!