বিশ্বকাপের আগে মারাত্মক চোট পেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। এক পর্যায়ে বিশ্বকাপ দলে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে গিয়েছে আর্জেন্টিনা।
কিন্তু বিশ্বকাপে গেলেও এখনও মাঠে নামার সুযোগ হয়নি দিবালার। তবে কি চোট থেকে সুস্থ হয়ে ওঠেননি তিনি, এরকম শঙ্কা প্রকাশ করেছিলেন সমর্থকরা। তবে চোট নয়, কৌশলগত কারণেই দিবালা খেলছেন না বলে জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলেনেও উঠলো দিবালা প্রসঙ্গ। এবার স্কালোনি বললেন, দিবালাকে খেলানোর সুযোগই পাচ্ছেন না।
স্কালোনি বলেন, “সে (দিবালা) খেলেনি, কারণ আমি তাকে খেলানোর সুযোগ পাইনি। আমরা যে ম্যাচগুলো খেলেছি, ওই ম্যাচগুলোতে তাকে মাঠে নামানোর সুযোগ ছিল না।”
চোট থেকে সুস্থ হওয়ার পর এখনও কোনো ম্যাচ খেলেননি দিবালা। এমনকি বিশ্বকাপে আসার আগে আরব আমিরাতেও তাকে মাঠে নামাননি স্কালোনি।