• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

নকআউট পর্বের ম্যাচ নিয়ে ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১০:২১ এএম
নকআউট পর্বের ম্যাচ নিয়ে ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ

সব শঙ্কা উড়িয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবার রাতে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন লিওনেল মেসিরা। ২-০ গোলে জিতে আর্জেন্টিনা পরের রাউন্ডে পৌঁছে গেছে দাপটের সঙ্গেই।

তবে শেষ ষোলোয় পৌঁছানোর আনন্দ উদযাপন করতে না করতেই আবার ম্যাচ। শনিবার রাতেই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের। এত দ্রুত আবার মাঠে নামতে হবে ভেবে বিরক্ত আর্জেন্টাইন কোচ।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচে হেরে নকআউট পর্ব নিশ্চিত করা বেশ জটিল করে তুলেছিল আর্জেন্টিনা। পরের দুই ম্যাচ জিততেই হবে—এমন সমীকরণ নিয়ে মাঠে নামে তারা। সুতরাং খুব স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ সামর্থ্য মাঠে উজাড় করে বেশ ক্লান্ত। তাদের বিশ্রামেরও দরকার।

গ্রুপের ম্যাচের পর আবার দ্রুত মাঠে নামার বিষয়ে বিরক্ত স্কালোনি বলেন, “এত সামান্য সময়ের ব্যবধানে আরেকটা ম্যাচ, আমার কাছে পাগলামো ছাড়া আর কিছুই মনে হয় না। আমার মাথায় কিছুই ঢুকছে না।”

মেসিদের কোচ আরও বলেন, “কাল আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। কাতারের আবহাওয়া ভিন্ন, তবে সেটা সবার জন্যই সমান। কিন্তু আমরা গ্রুপের সেরা হয়েছি, আরেকটু সময় পেতে পারতাম।”

Link copied!