• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০, ২৩ রমজান ১৪৪৬

মেসি, মার্তিনেস, দিবালাকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১০:২৮ এএম
মেসি, মার্তিনেস, দিবালাকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
ছবি : সংগৃহীত

চোটের কারণে দলে নেই লিওনেল মেসি। একই কারণে নেই লাওতারো মার্তিনেস, পাওলো দিবালা, আলেহান্দ্রো গার্নাচোর মতো তারকারা। তার ওপর ম্যাচটা উরুগুয়ের ঘরের মাঠে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে শেষবারের দেখায় নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল আলবিসেলেস্তেরা। তাই আর্জেন্টিনাকে যে আজ বড় পরীক্ষা দিতে হবে, সেটা অনুমিতই ছিল। তবে সে পরীক্ষায় ঠিকই উতরে গেছে আর্জেন্টিনা।

থিয়াগো আলমাদার দারুণ এক গোলে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে যেভাবে গোলটা করেছেন আলমাদা, তা আর্জেন্টিনা সমর্থকদের মনে থাকবে অনেক দিন!

এ অঞ্চলের পয়েন্ট টেবিলে আগে থেকেই সবার ওপরে ছিল লিওনেল স্কালোনির দল। আজকের জয়ে শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত হলো আলবিসেলেস্তেদের। বর্তমানে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট আর্জেন্টিনার। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে ৬ পয়েন্টে। আর সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উরুগুয়ে। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

বাছাইপর্বের পরের ম্যাচে আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল। আজকের জয়ে সুপার ক্লাসিকোর আগে আর্জেন্টিনার প্রস্তুতিটা হলো ভালোভাবেই।

Link copied!