শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্চার রোমান সানাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সোমবার (১৪ নভেম্বর) রোমানকে নিষিদ্ধ করার বিষয়ে সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন আর্চারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল।
তবে ঠিক কি ধরণের শৃঙ্খলা ভঙ্গ করেছেন রোমান সে বিষয়ে জানায়নি ফেডারেশন। টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ক্যাম্প চলাকালীন শেষ কিছুদিন ধরে রোমানের আচরণে সমস্যা লক্ষ্য করায় তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
উত্তরে আর এরকম ভুল করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রোমান। তবে একই ভুল আবারও করায় তাকে এই শাস্তি দিলো ফেডারেশন।
দেশের এক নম্বর আর্চার রোমান সানা। ২০২০ অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। আগামী ২০২৪ সালের প্যারিস অলিম্পিককে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছিলেন। শৃঙ্খলাজনিত কারণে তার এই রকম ছিটকে পড়া দেশের মানুষের জন্য তৈরি করেছে হতাশা।
নিষিদ্ধ হওয়ায় ফেডারেশন থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না এই আর্চার। তবে ব্যক্তিগত উদ্যোগে তার অনুশীলনে কোনো বাধা নেই বলেও জানিয়েছে আর্চারি ফেডারেশন।