ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের অখ্যাত তারকারা বড় অঙ্কে বিক্রি হয়েছেন ম্যাগা নিলামে। কিন্তু কোনো এক রহস্যময় কারণে প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েও আসন্ন আইপিএলে দল পাননি বাংলাদেশের কেউই। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান, তাসকিন অহমেদ সহ বাংলাদেশের ৯ জন ক্রিকেট তারকা আইপেএলের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন। যদিও বিশ্বের সব দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের যথেষ্ঠ কদর রয়েছে।
বৃহস্পতিবারই জানা যায়, বাংলাদেশের পেসার মোস্তাফিজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে এবারের পিএসএল।
এবার জানা গেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন। ২৬ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ।
সম্প্রতি আবুধাবি টি-টেনে মাঠ মাতিয়েছেন সাকিব। আর সর্বশেষ লঙ্কা টি-টেনে বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত দল পেলে পিএসএলেও ২২ গজে দেখা যেতে পারে সাকিবকে।
পিএসএল কর্তৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে দেখা যাবে সাকিবের নামও। দল পেলে পাকিস্তানের এই লিগে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।
লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের দশম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের এবারের আসর। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।