চল্লিশে নয় চালসে- প্রমাণ করলেন জেমস অ্যান্ডারসন। তার বয়স এখন ৪০ বছর ২০৭ দিন। এই বয়সে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন এই তারকা।
শুধু কি তাই? গড়েছেন রেকর্ডও। ১৯৩৬ সালের পর থেকে বয়স্কতম খেলোয়াড় হিসেবে আইসিসি বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন তিনি।
গত সপ্তাহে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ২৬৭ রানের জয়ে অ্যান্ডারসন ভূমিকা রাখেন। তার ৭ উইকেট তুলে নেওয়া কাল হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। তাকে পেছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর টেস্ট বোলার হয়েছেন অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়ান লেগস্পিনার ক্লারি গ্রিমেটের পর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় অ্যান্ডারসন। ইংল্যান্ডের টেস্ট দলের সাম্প্রতিক সাফল্যে দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন তিনি।
২০০৩ সালের মে মাসে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হয় অ্যান্ডারসনের ক্যারিয়ার। তিনি এই ৬ বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। ১৭৮টি টেস্ট ম্যাচে ৬৮২টি উইকেট নিয়ে সর্বকালের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই ক্রিকেটার। মুত্তিয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্নের (৭০৮) পর তার অবস্থান।