জেমস অ্যান্ডারসন এক সপ্তাহ আগে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। ৪০ বছর বয়সে শীর্ষ স্থান পাওয়ায় বেশ চমকই দেখিয়েছিলেন তিনি। তবে এক সপ্তাহের মধ্যেই ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে প্রথম স্থান হারান তিনি।
দিল্লিতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে ছয় উইকেট পান অশ্বিন। এই ম্যাচের পারফর্ম্যান্সের কারণে ইংলিশ তারকা অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হন ভারতীয় স্পিনার। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে ভারতকে জয়ের পথ দেখান অশ্বিন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড এক উইকেটে হারে। এরপর ৪০ বছর বয়সী পেসার অ্যান্ডারসন দ্বিতীয় অবস্থানে নেমে যান। সুযোগ হয় অশ্বিনের। ২০১৫ সালে প্রথমবার শীর্ষস্থান পান তিনি। এরপর অসংখ্যবার শীর্ষে আরোহণ করেছেন তিনি। আবারও ফিরে পেলেন তার সিংহাসন।
ভারতীয় অফস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৮৬৪। দুই নম্বরে থাকা অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট ৮৫৯। তিনে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তিনি ১ রেটিং পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছেন।
অশ্বিনের পাশাপাশি তার সতীর্থ রবীন্দ্র জাদেজাও দিল্লির ম্যাচে ১০ উইকেট তুলে বোলারদের মধ্যে অষ্টম স্থানে চলে এসেছেন এবং অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন।