• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জেল থেকে সহসা মুক্তি মিলছে না আলভেজের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৬:১৪ পিএম
জেল থেকে সহসা মুক্তি মিলছে না আলভেজের

 যৌন হয়রানির অভিযোগে এক মাসের বেশি সময় ধরে কারাবন্দী আছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। জামিন আবেদন করেও জেল থেকে বের হতে পারছেন না তিন। জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় সহসা মুক্তি মিলছে না তার।

স্প্যানিশ আদালতের বিচারক আলভেজের জামিন আবেদন নাকচ করে দিয়েছনে বলে জানিয়ে রয়টার্স। আপাতত আলভেজকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখার রায় দিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি যৌন হয়রানির শিকার হওয়া এক নারী আলভেজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের বিষয়ে কথা বলতে বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে গেলে তাকে আটক করে স্প্যানিশ পুলিশ।

তখন থেকেই কারাবন্দী আছেন আলভেজ। এই নিয়ে দুই দফায় তার জামিন আবেদন নাকচ হয়ে গেল। ঘটনা গত বছরের ডিসেম্বরের, স্পেনের একটি নাইটক্লাবে আলভেজ বিনা অনুমতিতে অভিযোগকারী নারীর অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী জিজ্ঞাসাবাদে একেকবার একেক তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন তিনি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!