• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আলভেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৮:৩১ পিএম
যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আলভেজ

বেশ কয়েকদিন ধরেই যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে তদন্ত চলছিল। এবার সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে স্প্যানিশ পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) জিজ্ঞাসাবাদের জন্য থানায় গেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ৩০ ডিসেম্বর এক স্প্যানিশ নারী আলভেজের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।

সেই নারীর অভিযোগ অনুযায়ী, স্প্যানিশ শহর বার্সেলোনার একটি নাইটক্লাবে নৈশ ভোজের এক পর্যায়ে অনুমতি ছাড়াই ওই নারীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছেন আলভেজ।

যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন আলভেজ। নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের পরিপ্রেক্ষিতে আলভেজ বলেন, “আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না এই নারী কে। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি? নাহ্‌।”

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আলভেজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। আপাতত পুলিশি কাস্টারিতে রয়েছেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!