ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রায় চার বছর তদন্তের পর এখন সেটা স্বাধীন কমিশনে কাছে পাঠাবে তারা।
সোমবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগের বিষয়ে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে একাধিকবার আর্থিক নিয়মি ভেঙেছে সিটি।
রাজস্ব সংক্রান্ত আর্থিক-তথ্য, খেলোয়াড় ও কোচের পারিশ্রমিকের অঙ্কের বিষয়ে উয়েফার নিয়মি লঙঘনের অভিযোগ আনা হয়েছে সিটির বিরুদ্ধে। এমনকি তদন্তে সহযোগিতা না করাও আছে এর মধ্যে।
তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে চলতি মৌসুমের পয়েন্ট কাটাসহ বিভিন্ন শাস্তির মুখে পড়তে পারে সিটিজেনরা। এর আগে উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভেঙে দুই বছর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছিল সিটি।
যদিও পরবর্তীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে শাস্তি প্রত্যাহার করিয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
গেল পাঁচ মৌসুমে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সিটিজেনরা। চলতি মৌসুমে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।