বছররের দ্বিতীয় গ্রান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন টেনিসের চলতি আসরে কিছু অনাকাঙ্খিত ঘটনার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ বন্ধে গ্যালারিতে অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে।
ফ্রান্সের জোভানি এমপেতসির বিপক্ষে ম্যাচ চলাকালীন মঙ্গলবার বেলজিয়ামের ডেভিড গফিনের দিকে চুইংগাম থুতু দেওয়া হয় গ্যালারি থেকে। প্রথম রাউন্ডের ম্যাচটি জয়ের পর তাকে দুয়োও দেয় ফরাসি দর্শকরা। তখন কান চেপে ধরে রাখতে দেখা যায় তাকে।
পরে দর্শকদের অসম্মানজনক আচরণের কড়া সমালোচনা করেন গফিন।
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের গতবারের চ্যাম্পিয়ন ইগা সুয়াতেক বুধবার পয়েন্টের লড়াই চলাকালীন দর্শকদের চুপ থাকতে এবং চিৎকার না করার জন্য অনুরোধ করেন।
পরদিন টুর্নামেন্টের পরিচালক আমেলি মোহেসমো গ্যালারিতে অ্যালকোহল নিষিদ্ধ করার কথা জানালেন।
তিনি বলেন, ‘প্রথমত, আমরা খুশি যে মানুষ টেনিস দেখার, ম্যাচের অংশ হওয়ার, অনুভূতি এবং আবেগ দেখানোর বিষয়ে খুব উৎসাহী। কিন্তু অবশ্যই এমন কিছু ধাপ আছে, যেই সীমা পার করা উচিত নয়। এখন পর্যন্ত গ্যালারিতে অ্যালকোহল পানের অনুমতি ছিল, তবে আর নয়।’
গ্যালারিতে অ্যালকোহল নিষিদ্ধ করা হলেও মাঠের আশেপাশে তা পাওয়া যাবে।