• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাল সুরকির নতুন রাজা আলকারাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৩:৩৭ পিএম
লাল সুরকির নতুন রাজা আলকারাজ
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জিতে উচ্ছ্বসিত আলকারাজ। ছবি : সংগৃহীত

লাল সুরকির নতুন রাজা হলেন বর্তমান সময়ের স্পেনের সেরা টেনিস তারকা তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ। অবশেষে লাল সুরকির কোর্টে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট প্রথমবারের মতো জিতলেন তিনি। ফাইনালে পাঁচ সেটের তীব্র লড়াইয়ে হারালেন চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভকে। দীর্ঘ ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন রাফায়েল নাদালের শিষ্য।

বছরের প্রথম গ্রান্ড স্লাম আসরের ফাইনালের প্রথম সেটে শুরুটা ভাল করেছিলেন আলকারাজ। প্রথম গেমেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। কিন্তু জেরেভও বেশ লড়াই করেন। তবে মাত্র ২০ মিনিটেই ৬-৩ গেমে প্রথম সেট জিতে যান আলকারাজ।

কিন্তু দ্বিতীয় সেটে ফেরেন জেরেভ। শুরুর চারটি গেমে দুই তারকাই নিজেদের সার্ভিস ধরে রাখছিলেন। তবে জেরেভ ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতলে খেলা জমে উঠে।

তৃতীয় সেটে ৭-৫ গেমে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যান জেরেভ।

তবে আলকারাজ চতুর্থ সেট ৬-১ গেমে জিতে গেলে ম্যাচটি গড়ায় পঞ্চম সেটে।

শেষ পর্যন্ত ৬-২ গেমে পঞ্চম সেট জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ট্রফি লাভ করলেন আলকারাজ। 

Link copied!