স্পেনের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদাল এবারের উইম্বলডনে অংশ নিচ্ছেন না ইনজুরির কারণে। তবে তার অভাব বেশ ভালোভাবেই পূরণ করছেন তার স্বদেশী কার্লোস আলকারাজ। অসাধারণ নৈপূন্য দেখিয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। টানা দ্বিতীয় বারের মতো শিরোপা লাভ থেকে মাত্র এক ম্যাচ দূরে এখন তিনি। স্পেনের এই নতুন টেনিস তারকা আলকারাজ দারুণ আত্মবিশ্বাসের প্রমাণ দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। শুক্রবার তিনি বছরের তৃতীয় গ্রান্ড স্লাম টেনিস আসরের সেমিফাইনালে রাশিয়ার দানিয়েল মেদভেদেভকে তীব্র লড়াইয়ের পর ৬-৭, ৬-৩, ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন। তিনি ফাইনালে খেলবেন সার্বিয়ার নোভাক জোকোভিচ ও ইতালির লরেনজো মুসেত্তির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ মাত্র ৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিসের ফাইনালে উঠলেন। গত মাসে তিনি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন।