ইংল্যান্ড সিরিজের জন্য কয়েকদিনের মধ্যে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। তবে বিপিএলের বিরতিতে জাতীয় দলের কোচিং প্যানেলের বেশিরভাগ সদস্য দেশে নেই।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশে ফিরছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এক হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদ প্রকাশকে এ বিষয়ে নিশ্চিত করেছেন এই প্রোটিয়া কোচ।
কয়েকদিন আগেই ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের পেস বোলিং কোচ থাকবেন তিনি।
ইংল্যান্ড সিরিজের আগে টাইগারদের কোচিং প্যানেলে এসেছে রদবদল। হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গে বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে। নতুন হেড কোচ হিসেবে সাবেক হেডমাস্টার চান্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে বিসিবি।
১ মার্চ ও ২ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।