• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ২ রজব ১৪৪৬

শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্টে ফিক্সিং অভিযোগ, তদন্তে আকসু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০১:৪৭ পিএম
শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্টে ফিক্সিং অভিযোগ, তদন্তে আকসু

শ্রীলঙ্কাজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে জুন-জুলাইয়ে দেশটি সফর করেছিল পাকিস্তান দল। ওই সফরে আব্দুল্লাহ শফিকের দুর্দান্ত ১৬০ রানের ইনিংসে গলে টেস্ট জিতেছিল পাকিস্তান। ওই ম্যাচে চতুর্থ ইনিংসে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৩৪২ রান। গলের এই টেস্ট নিয়ে তদন্ত করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দুর্নীতি দমন ইউনিট আকসু।

চলতি বছরের ১৬-২০ জুলাই হওয়া এই ম্যাচ নিয়ে দিন কয়েক আগে শ্রীলঙ্কার সংসদে অভিযোগ তোলেন সাংসদ নলিন বান্দারা। স্বাগতিকদের পারফর্মেন্স নিয়ে হতাশা প্রকাশ করে ম্যাচ নিয়ে তদন্তের আহবান জানান।

এরপরেই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিদ্ধান্ত তদন্তের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচ নিয়ে তদন্তের জন্য আকসুকে আমন্ত্রণ জানিয়েছে। এই নিয়ে আকসু প্রধান অ্যালেক্স মার্শালের সাথে আলোচনায় করেছে এসএলসি।

এই বিষয়ে আইসিসি কিংবা আকসু এখনও কোনো ধরনের মন্তব্য করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ধারণা, আকসু ইতোমধ্যেই তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে। সে ইতোমধ্যেই শ্রীলঙ্কায় কাজ শুরু করেছেন। তদন্ত কর্মকর্তা হিসেবে কে নিয়োগ পেয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্ত শুরুর আহবান জানানো নলিন বান্দারা জানিয়েছেন, এসএলসির সব কর্মকর্তাই দুর্নীতির সাথে জড়িত এবং তার কাছে এর প্রমাণ আছে। তিনি বলেন, “এখানে অনেক ইস্যু আছে। আমি ভবিষ্যতে এইসব নিয়ে কথা বলবো।” শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোর খবর, সাংসদ হওয়ার সুবিধা নিয়েই এইসব বলছেন তিনি। আদতে তিনি এই বিষয়ে কিছুই জানেন না।

তবুও ওই সাংসদের কথার ভিত্তিতে তদন্তের উদ্যোগ নিয়েছে এসএলসি। শ্রীলঙ্কার ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে দুই বছরের নিষিদ্ধ করে আইসিসি। ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!