• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আকরাম খান চান আইপিএলে খেলুক মোস্তাফিজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৫:০৯ পিএম
আকরাম খান চান আইপিএলে খেলুক মোস্তাফিজ
আকরাম খান ও মোস্তাফিজ। ছবি : সংগৃহীত

তারকা পেসার মোস্তাফিজুর রহমান ভারতের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভালো খেলছেন। যদিও আইপিএলের আগে তিনি ভালো ফর্মে ছিলেন না। যার কারণে শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম দেওয়া হয় তাকে। আইপিএলে মোস্তাফিজ রীতিমত জ্বলে উঠেছেন। যেন আগের সেই মোস্তাফিজ ফিরে এসেছেন বল হাতে। ইতোমধ্যে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কাটারমাস্টার।

মোস্তাফিজের এই দুর্দান্ত পারফরম্যান্সে খুশি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র পরিচালক, সাবেক অধিনায়ক ও কৃতি ব্যাটার আকরাম খান মনে করেন, আইপিএলে মোস্তাফিজের এই পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দলই বেশি উপকৃত হবে। এ কারণে তিনি চান, চেন্নাইয়ের হয়ে যত বেশি পারা যায় ম্যাচ খেলুক মোস্তাফিজ।

চেন্নাইয়ের হয়ে সব ম্যাচ খেলতে গেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ মিস করবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে আমার মনে হয় আইপিএলে খেললে সে অনেক কিছু শিখতে পারবে। সেখানে ড্রেসিং রুমে আছে বড় বড় ক্রিকেটাররা। তাদের সঙ্গে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো। বিভিন্ন উইকেটে ও বিভিন্ন ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেলছে। আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।’

মোস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তার কাছ থেকে শতভাগ উপকার পাওয়া যায়। এ বিষয়টা জানিয়ে তিনি বলেন, ‘মোস্তাফিজ যে ধরনের খেলোয়াড় ওকে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি শতভাগ উপকৃত হবেন। যেটা ধোনির টিম চেন্নাই সুপার কিংস করছে। আপনি দেখবেন কলকাতার বিপক্ষে যেভাবে বল করেছে, সত্যি কথা বলতে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগতভাবে উপকৃত হবে। তার সঙ্গে বাংলাদেশও উপকৃত হবে।’

Link copied!