‘বর্ডার-গাভাস্কার’ ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিস। পার্থে ওপেনার হিসাবে খেলবেন নাথান ম্যাকসুইনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তার।
ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। স্টিভ স্মিথ ওপেনিং থেকে আবার ফিরে যাচ্ছেন তার চার নম্বর জায়গায়। তাই উসমান খোয়াজার সঙ্গে ওপেনার হিসাবে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া ২৫ বছরের ম্যাকসুইনিকে দলে নিয়েছে।
সফরকারী ভারত ‘এ’ দলের বিরুদ্ধে মেলবোর্নের বেসরকারি টেস্টে সাফল্য পাননি ম্যাকসুইনি। রুতুরাজ গায়কোয়াড়ের দলের বিরুদ্ধে দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ১৪ এবং ২৫ রান। দলে ঢোকার লড়াইয়ে ছিলেন বিশেষজ্ঞ ওপেনার মার্কাস হ্যারিসও। তবু তরুণ ওপেনারের উপর আস্থা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। এ ছাড়াও ব্যাটিং শক্তিশালী করতে রাখা হয়েছে ইংলিসকেও। যদিও প্রথম একাদশে তার থাকার সম্ভাবনা কম। দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি ইংলিসের।
ম্যাকসুইনি বলেছেন, ‘‘গত দুই বছর ধরে শেফিল্ড শিল্ডে ধারাবাহিক ভাবে রান করেছি। আমার ব্যাটিং আগের থেকে অনেক উন্নত হয়েছে। পারফরম্যান্সও ধারাবাহিক। মনে হচ্ছে জীবনের সেরা ক্রিকেট খেলছি। ভারত ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাকের ম্যাচে ভাল ব্যাট করেছি। তারই সুফল পেলাম।’’
টেস্ট দলে সুযোগ পাওয়ার খবর মার্নাস লাবুশেনের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন ম্যাকসুইনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি ম্যাচে ৩৮.১৬ গড়ে রান করেছেন ম্যাকসুইনি। শেষ দুই মৌসুমে তার গড় ৪৩.৪৪। অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং সাউথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
আর কোনো চমক নেই অস্ট্রেলিয়া দলে। পার্থের দ্রুত গতির ২২ গজের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকেও। কামিন্স ছাড়াও জোরে বোলার হিসাবে দলে রয়েছেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডও।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি ও মিচেল স্টার্ক।